Netaji Birth Anniversary: নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি মুখ্য়মন্ত্রীর। Bangla News

Continues below advertisement

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর ট্যুইট। ফের তুললেন নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি। মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছেন, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি দেশের পাশাপাশি, গোটা বিশ্বেরও আইকন। বাংলা থেকে নেতাজির উত্থান ভারতীয় ইতিহাসে অতুলনীয়। তিনি দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব, ঐক্য ও সৌভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি সমস্ত প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার প্রোটোকল অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় তাঁর জন্মদিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করছে। নেতাজির স্মরণে কিছু দীর্ঘমেয়াদী উদ্যোগের মধ্যে, রাজ্যের টাকায় আন্তর্জাতিক সহযোগিতায় জয় হিন্দ জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। জাতীয় পরিকল্পনা কমিশন সংক্রান্ত নেতাজির চিন্তাধারা থেকে অনুপ্রেরণা নিয়ে, পরিকল্পনা উদ্যোগে রাজ্যকে সহযোগিতার জন্য বেঙ্গল প্ল্যানিং কমিশন গঠন করা হবে। এ বছর প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোতে নেতাজি ছাড়াও আমাদের দেশের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী স্মরণে বাংলার অন্যান্য বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা তুলে ধরা হবে। আমরা আবার কেন্দ্রীয় সরকারের কাছে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করার আবেদন জানাচ্ছি, যাতে গোটা দেশের মানুষ জাতীয় নেতাকে শ্রদ্ধা জানাতে ও যথাযোগ্য মর্যাদায় দেশনায়ক দিবস পালন করতে পারে। ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram