Netaji Statue: 'জেনে শুনে নেতাজিকে অপমান, এরা পাপী', হলোগ্রাম স্ট্যাচুর আলো-বিতর্কে সুখেন্দুশেখর রায় | Bangla News

'অত্যন্ত খারাপ আবহাওয়ার জন্য নিভিয়ে দেওয়া হয়েছিল, নেতাজির (Netaji) হলোগ্রাম স্ট্যাচুর আলো। এর মধ্যে কোনও রাজনীতি নেই, আন্তর্জাতিক নিয়ম মেনেই সিদ্ধান্ত। গতকাল মাঝরাতে আলো নিভিয়ে দেওয়া হয়", বিরোধীদের প্রতিবাদের জবাবে সংস্কৃতি মন্ত্রকের (Ministry of Culture) উচ্চ পর্যায়ের ব্যাখ্যা, খবর সূত্রের। এপ্রসঙ্গে তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, "যদি প্রযুক্তিগত ত্রুটি থেকে থাকে, তাহলে আমরা ৬ জন সাংসদ যখন পরিদর্শনে গেলাম তখন দেখলাম কিছু নেই, মধ্যরাতে জ্বলল কী করে? এরা জেনে শুনে নেতাজিকে অপমান করছে। এরা পাপী।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola