Omar Abdullah House Arrest: কোনও ব্যাখ্যা না দিয়ে আমাদের গৃহবন্দি করা হয়েছে, ট্যুইট ওমর আবদুল্লার

ফের গৃহবন্দি করা হয়েছে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে। ঘরেই আটক পরিবার। বাড়ির বাইরে মোতায়েন পুলিশের গাড়ি। ছবি পোস্ট করে ট্যুইট ওমর আবদুল্লার (Omar Abdullah)। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই দাবি খারিজ করে দিয়েছে শ্রীনগর পুলিশ। ট্যুইটারে তিনি লেখেন, "২০১৯ সালের অগস্টের পর এটাই নয়া কাশ্মীর। কোনও ব্যাখ্যা না দিয়েই আমাদের গৃহবন্দি করা হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে আমার বাবা, যিনি একজন সাংসদ, তাঁকে এবং আমাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আমার বোনের বাড়িতে গিয়ে তাঁকে এবং তাঁর ছেলেমেয়ে সহ পরিবারকে বন্দি করা হয়েছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola