Omicron New Variant: 'নতুন প্রজাতি নিয়ে নিশ্চিত ধারণা নেই', সাবধানবাণী চিকিৎসকের। Bangla News
ভারতে এবার ওমিক্রনের (Omicron) নতুন উপ প্রজাতি (Sub Variant)! ‘ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ টু পয়েন্ট সেভেন ফাইভ-এর হদিশ ভারতে। দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিরেক্টর জেনারেল টেড্রোস গেব্রিয়েসাসের। গত ২ সপ্তাহে বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েছে ৩০ শতাংশর বেশি। ইউরোপ ও আমেরিকায় সংক্রমণ ছড়াচ্ছে বিএ ফোর ও বিএ ফাইভ ভ্যারিয়েন্ট। ভারত-সহ অন্তত ১০টি দেশে মিলেছে বিএ টু পয়েন্ট সেভেন ফাইভ সাব-ভ্যারিয়েন্ট। সাব ভ্যারিয়েন্ট নিয়ে সাবধান করেছেন চিকিৎসকরা।
Tags :
ABP Ananda COVID ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Omicron Omicron Variant বাংলা খবর Bangla News