Rahul Gandhi : রাহুলের সাংসদ পদ খারিজ ইস্য়ুতে নিশানায় বিজেপি! একসুর বিরোধীদের
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ ইস্য়ুতে ফের একজোট হল বিরোধীরা। গত কয়েকদিনের অবস্থান বদলে, কংগ্রেসের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। রাহুলের সমর্থনে মুখ খুলেছে বাম, সমাজবাদী পার্টি থেকে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরও। যদিও, বিজেপি তাতে গুরুত্ব দিতে নারাজ।