India Pakistan News:'পাকিস্তান যদি কোনও দুঃসাহসিক কাজ করতে চায়...'বললেন উইং কমান্ডার ব্য়োমিকা সিংহ
ABP Ananda Live: ভারতের ১৫টি সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। কিন্তু সব অপচেষ্টা মাঝ আকাশেই ব্যর্থ করে দিল ভারতের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, S-400। আর তারপর ভারতের পাল্টা ড্রোন হামলায় বিকল হয়ে গেল চিন থেকে আনা লাহৌরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহৌরের পাশাপাশি ভারতের ড্রোন হামলা চালিয়েছে রাওয়ালপিণ্ডিতে। এখানেই পাকিস্তান সেনার সদর দফতর। এছাড়াও ড্রোন হামলা চলেছে করাচি, গুজরানওয়ালা, ঘোটকি, অটক-সহ একাধিক এলাকায়।ভারতে হামলার চেষ্টা পাকিস্তানের, বানচাল করল ভারত। পাকিস্তানের ২টি জেএফ সেভেনটিন বিমান ও একটি এফ সিক্সটিন বিমানকে মেরে মাটিতে নামল ভারত।পাকিস্তানের ৩ যুদ্ধবিমান ধ্বংস। পাকিস্তানের ৫টি শহরে ডিফেন্স সিস্টেম ধ্বংস করল ভারত। প্রত্যাঘাতের জেরে পুরো পাকিস্তানে জারি ব্ল্যাকআউট। পাক এয়ার ডিফেন্স ধ্বংস।ভারতে হামলার চেষ্টা পাকিস্তানের, বানচাল করল ভারত। পাকিস্তানের ২টি জেএফ সেভেনটিন বিমান ও একটি এফ সিক্সটিন বিমানকে মেরে মাটিতে নামল ভারত।পাকিস্তানের ৩ যুদ্ধবিমান ধ্বংস।