Parliament: কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট বিরোধীদের, ‘সাসপেনশন তুলে স্বাভাবিক হোক রাজ্যসভা’, দাবি TMC-র | Bangla News

Continues below advertisement

রাজ্যসভার ১২ জন সাংসদের সাসপেনশন নিয়ে ডাকা বৈঠকে যাচ্ছে না কংগ্রেস (Congress), তৃণমূল সহ ৫ টি দল। এদিন সকাল ১০ টায় সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে বৈঠকের কথা ছিল। যেসব দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, কংগ্রেস, তৃণমূল (TMC), সিপিএম (CPM), সিপিআই (CPI), শিবসেনা (Shiv Sena) এদের ডাকা হয়। শুধুমাত্র পাঁচ দলকে বৈঠকে ডাকার প্রতিবাদ জানিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও বামেদের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়। বিরোধীদের ঐক্য ভাঙার ষড়যন্ত্র। ডাকতে হবে সর্বদলীয় বৈঠক। দাবি জানান মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। বৈঠক নয়, বরং আজই সাসপেনশন তুলে নিয়ে রাজ্যসভার স্বাভাবিক অবস্থা ফেরানো হোক, দাবি তৃণমূল কংগ্রেসের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram