Pathological Autopsy: আরজি করের পর এবার SSKM-এ কোভিড আক্রান্তের প্যাথলজিক্যাল অটোপসির অনুমতি

Continues below advertisement

বাংলায় মরণোত্তর অঙ্গদান ও দেহদানের পুরোধা ব্রজ রায়। মৃত্যুর পরেও কোভিড নিয়ে গবেষণার ক্ষেত্রে নজির রেখে গেছেন তিনি। তাঁর সূত্র ধরেই রাজ্য স্বাস্থ্যভবনে জমা পড়ে করোনা রোগীর প্রথম প্যাথলজিক্যাল অটোপসি রিপোর্ট। এখনও পর্যন্ত আরজি কর মেডিক্যাল কলেজে মোট ৬ জন করোনা রোগীর দেহের প্যাথলজিক্যাল অটোপসি। এবার এসএসকেএম হাওপাতালেও হল কোভিড রোগীর প্যাথলজিক্যাল অটোপসি। হলদিয়া পেট্রোক্যামিক্যালস-এর আধিকারিক দেবাশিস মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর দেহেই করা হল প্যাথলজিক্যাল অটোপসি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram