Pegasus Spyware Case: 'সময় দিলেও জবাব দেয়নি কেন্দ্র', পেগাসাস-তদন্তে কমিটি গঠন সুপ্রিম কোর্টের | Bangla News

Continues below advertisement

পেগাসাসকাণ্ডের তদন্তে কমিটি গঠন সুপ্রিম কোর্টের (Supreme Court)। ৩ সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। ‘১ অবসরপ্রাপ্ত বিচারপতি ও ২ সাইবার বিশেষজ্ঞ থাকছেন কমিটিতে। এই মামলার রায় দিতে গিয়ে কমিটি গঠনের কথা জানাল সুপ্রিম কোর্ট। রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য,  ‘কেন্দ্রকে জবাব দিতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সময় দেওয়া সত্ত্বেও জবাব দেয়নি কেন্দ্র।' তিনি আরও বলেন, "ব্যক্তি-গোপনীয়তার অধিকার রক্ষা গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিক নয়, প্রত্যেক নাগরিকের গোপনীয়তা রক্ষা গুরুত্বপূর্ণ। বেশ কয়েকজন আবেদনকারী সরাসরি পেগাসাসের শিকার। এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রের গুরুদায়িত্ব সতর্ক থাকা।" পাশাপাশি, জর্জ অরওয়েলের উক্তি তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, "গোপন রাখতে চাইলে নিজেদের থেকেও গোপন রাখা উচিত।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram