PM Modi at Rajya Sabha: আমাদের দুর্ভাগ্য যে আমরা Netaji-র আদর্শকে ভুলে গিয়েছি: Narendra Modi

আজ রাজ্যসভায় (Raya Sabha) অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কটাক্ষের সুরে বলেন, "কংগ্রেস দেশকে নিরাশ করেছে। ভারতের লোকতন্ত্রের দিকে যারা আঙুল তোলেন তাদের বলব আপনারা আরও ভালো করে জানুন। ভারতের ইতিহাসে লোকতন্ত্রের কথা উল্লেখ রয়েছে। ভারত সত্যম শিবম সুন্দরের মন্ত্র মেনে চলে।" পাশাপাশি তিনি বলেন, "আমাদের দুর্ভাগ্য যে আমরা নেতাজির আদর্শকে ভুলে গিয়েছি। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাতে পারিনি যে ভারত লোকতন্ত্রের জননী। আমাদের একথা গর্বের সঙ্গে বলতে হবে, শেখাতে হবে।"  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola