PM Modi at Varanasi: সকালে বিশ্বনাথ-দর্শন দিয়ে শুরু, আজও বারাণসীতে একাধিক কর্মসূচি প্রধানমন্ত্রীর | Bangla News

বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে গতকাল নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পুনর্নির্মিত কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজও বারাণসীতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। সকালে যাবেন বিশ্বনাথ মন্দিরে। তারপর বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। ওই বৈঠকে ১২টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের কাজের খতিয়ান পেশ করবেন। তা পর্যালোচনা করে দেখবেন প্রধানমন্ত্রী। গতকাল গভীর রাতে বারাণসী রেল স্টেশন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। স্টেশনের বিভিন্ন আধুনিক ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  প্রধানমন্ত্রী জানান, রেল যোগাযোগের পাশাপাশি আধুনিক, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য। একটি যোগ সংস্থার অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। বিকেলে তাঁর দিল্লি ফেরার কথা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola