PM Modi : আগে বলা হত কোনও কাজ হলে হবে, আজ সেই মানসিকতা বদলেছে, মন্তব্য প্রধানমন্ত্রীর

"আগে বলা হত, কোনও কাজ হলে হবে। আজ সেই মানসিকতা বদলেছে। আজ ভারত বলে, সময়ের মধ্যে কাজ করতেই হবে।" মিউনিখে মন্তব্য প্রধানমন্ত্রীর। জি-৭ বৈঠকে যোগ দিতে জার্মানির মিউনিখে গেছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি আরও বলেন, "ভারতে সবথেকে সস্তায় ইন্টারনেট ডেটা পরিষেবা। ডিজিটাল টেকনোলজিতে ক্রমশ এগিয়ে চলেছে ভারত। প্রতিদিন ১০-১৫ লক্ষ ট্রেনের টিকিট অনলাইনে কাটা হয়। ড্রোনের সাহায্যে জমির ম্যাপিং হচ্ছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola