Narendra Modi Interview : কাজ দেখেই উত্তরপ্রদেশে বিজেপিকে ফের ক্ষমতায় আনবে জনগণ, এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি নরেন্দ্র মোদির। Bangla News

Continues below advertisement

‘৫ রাজ্যেই (5 States) জনগণ (People) আমাদের সেবা করার সুযোগ দেবে। ৫ রাজ্যেই আমরা বিপুল ভোটে (Mandate) ক্ষমতায় (Power) আসছি। ছবিতে নয়, সকলের সঙ্গেই থাকতে চাই। বিশ্বাস অর্জন করেছি জনগণের। আগের সরকারগুলি (Government) শুধু ফাইলে (File) আটকে ছিল। ভোটের (Election) জন্য ঘোষণা করত। প্রকল্পের ঘোষণা করেই দায় সারত আগের সরকার। তাই প্রতিষ্ঠান বিরোধিতা (Anti-Incumbancy) হত। কিন্তু বিজেপি (BJP) যেখানে কাজের সুযোগ পেয়েছে, সেখানেই জনগণ রায় দিয়েছে। কাজ দেখেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিজেপিকে ফের ক্ষমতায় আনবে জনগণ,’ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram