Narendra Modi: দীপাবলি পালনে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে উঠে এল সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গ| Bangla New
জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন মোদির (Narendra Modi)। তিনি বলেন, "আপনাদের জন্য আজ প্রদীপ জ্বালাবে গোটা দেশ। প্রাণ খুলে দীপাবলির উৎসব পালন করুন। দেশের সেনারা সঙ্কল্প, পরাক্রমে ভরপুর। আপনাদের ভরসা পেলে, তবে নিশ্চিন্তে ঘুমোতে পারে দেশবাসী। এরপর আমাদের সামনে ভাইফোঁটা, ছটপুজো। আপনাদের সকলকে উৎসবের শুভেচ্ছা। নৌসেরায় এসে আমি রোমাঞ্চিত।"
তিনি আরও বলেন, "কাশ্মীরের পাহারাদারের কাজ করেছে নৌসেরা। সমস্ত ষড়যন্ত্রের জবাব দিয়েছে ভারতীয় সেনা। নৌসেরায় ভারতীয় সেনার শক্তির আভাস পেয়েছে শত্রুপক্ষ। সার্জিক্যাল স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল নৌসেরার ব্রিগেড। ‘সার্জিক্যাল স্ট্রাইক শেষ করে দেশে জওয়ানরা না ফেরা পর্যন্ত অপেক্ষা করেছি। ঘড়ির দিকে তাকিয়ে সব জওয়ানের দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে অনেক সমালোচনা শুনেছি। আমরা এখন দেশেই তৈরি করছি অর্জুন ট্যাঙ্ক, তেজস বিমান। উত্তরপ্রদেশে, তামিলনাড়ুতে তৈরি হচ্ছে ডিফেন্স করিডর। প্রতিরক্ষা সরঞ্জামের রফতানিকারক হিসেবে এবার আমরা পরিচিত হব। সীমান্তে পরিকাঠামো উন্নত করা হয়েছে।"