Rahul Gandhi: রাহুল গাঁধীর বাড়িতে দিল্লি পুলিশ, কী কারণ ?
রাহুল গাঁধীর (rahul gandhi) বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশ (delhi police)। রাহুলের বাড়িতে দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার সাগরপ্রীত হুডা। রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকদিন আগে সমন পাঠায় দিল্লি পুলিশ। রাহুলের কাছে পাঁচটি প্রশ্নের জবাব চায় পুলিশ। ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে সমন পাঠানো হয়। কাশ্মীরে নিগ্রহের শিকার মহিলাদের সম্পর্কে মন্তব্য করেন রাহুল।