Rahul on Emergency: 'জরুরি অবস্থার সিদ্ধান্ত ভুল', রাহুলের মন্তব্যে 'আনন্দিত' সৌগত

Continues below advertisement

ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) সরকারের ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল। আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক কৌশিক বসুর (Kaushik Basu) সঙ্গে ভিডিও আলাপচারিতায় এই কথা স্বীকার করলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। তিনি জানান, জরুরি অবস্থার জারির অনেক পরে তাঁর ঠাকুমা ইন্দিরা গাঁধীরও মনে হয়েছিল, ওই সিদ্ধান্ত সঠিক ছিল না। জরুরি অবস্থার সঙ্গে মোদি (Modi) জমানার তুলনা টেনে রাহুল দাবি করেন, কংগ্রেস কখনই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলিকে দখল করার চেষ্টা করেনি। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ সৌগত রায়ের (Saugat Roy) বক্তব্য, সেই সময় তাঁরাও কংগ্রেসের দায়িত্বশীল পদে ছিলেন। তাঁদেরও এটা ভুল মনে হয়েছিল। ৭৮ সালে ইন্দিরা গাঁধী কংগ্রেস বিভাজন করার সময় তাই তাঁরা তাঁর সঙ্গে যাননি। এতদিন পরে রাহুল এই কথা স্বীকার করে ঠিকই করেছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram