Ration: ৩০ নভেম্বরের পর কি আর মিলবে না বিনামূল্যে রেশন? কেন্দ্রীয় খাদ্যসচিবের মন্তব্যে জল্পনা | Bangla News

Continues below advertisement

৩০ নভেম্বরের পর কি আর মিলবে না বিনামূল্যে রেশন? কেন্দ্রীয় খাদ্যসচিবের মন্তব্যে জল্পনা।

করোনা পরিস্থিতিতে গত বছর বিনামূল্যে রেশন পরিষেবা চালু করেছিল মোদি সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল, তার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ৩০ তারিখে। এরপরও কি কেন্দ্রের দেওয়া চাল-ডাল বিনা পয়সায় পাবে মানুষ? শুক্রবার কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডের একটি মন্তব্য ঘিরেই জল্পনা দানা বেঁধেছে। তিনি জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকার ভাবছে, যেহেতু দেশের অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, খোলা বাজারেও খাদ্যশস্য বিক্রি হচ্ছে, তাই এই প্রকল্পের মেয়াদ নতুন করে বৃদ্ধির এখনও কোনও প্রস্তাব আসেনি। তাই এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না যে, বিনামূল্যে রেশন দেওয়া হবে কিনা।’

এই মন্তব্যকেই হাতিয়ার করেছে বিরোধীরা। শুরু হয়েছে বিতর্ক। পাল্টা জবাব দিতে দেরি করেনি শাসক শিবিরও।

এদিকে, পেট্রোল-ডিজেলের শুল্ক-হ্রাসের পর এবার কিছুটা দাম কমতে চলেছে ভোজ্যতেলেরও। কেন্দ্রের তরফে শুক্রবার ঘোষণা করা হয়, অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সয়াবিন তেল এবং অপরিশোধিত সানফ্লাওয়ার তেলের উপর থেকে বেসিক ডিউটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত এই পণ্যগুলির উপর ২.৫ শতাংশ শুল্ক দিতে হত। অশোধিত সয়াবিন তেল এবং অপরিশোধিত সানফ্লাওয়ার তেলের উপর কৃষি-সেস ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং অপরিশোধিত পাম তেলের উপর কৃষি-সেস ৭.৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram