TMC vs BJP: 'BJP রাজনৈতিকভাবে দেউলিয়া, হামলা-মামলা ছাড়া কিছু বোঝে না', সায়নীর জামিনের পর তোপ কুণাল ঘোষের | Bangla News

Continues below advertisement

আগরতলার আদালত থেকে জামিন পেলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। ২ দিনের পুলিশি হেফাজতের আর্জি খারিজ। সায়নীর জামিন মঞ্জুর করল আদালত। খুনের চেষ্টার অভিযোগে গতকাল গ্রেফতার হন সায়নী ঘোষ।

এই নিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "সায়নীর উপর যে নির্যাতন হয়েছে ত্রিপুরার মানুষ দেখেছেন। আমরা আগেই বলেছিলাম ওখানে গুণ্ডারাজ চলছে, গণতন্ত্র নেই। আমরা থিওরি দিয়ে বোঝাচ্ছিলাম। বিপ্লব বাবু গুণ্ডা, পুলিশ দিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। ত্রিপুরার মানুষ দেখতে পাচ্ছে সত্যি জঙ্গলরাজ চলছে সেখানে। ভিত্তিহীন অভিযোগ ছিল বলে আদালত সায়নীকে জামিন দিয়েছে। তবে এতে প্রমাণিত হল বিজেপি কতটা প্রতিহিংসাপরায়ণ। প্রমাণ হল এরা রাজনৈতিকভাবে দেউলিয়া। এরা হামলা আর মামলার বাইরে কিছু বোঝে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram