India China News: অরুণাচল আগ্রাসন নিয়ে চিনকে কড়া বার্তা ভারতের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ভারতের চারপাশে কার্যত জোটবদ্ধ শত্রুরা। ভারত-পাকিস্তান সংঘাতের আবহেই অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নাম পাল্টে দিয়েছে চিন...। যার তীব্র প্রতিবাদ করে বিদেশমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, 'আমরা লক্ষ্য করছি, চিন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য অনর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা জারি রেখেছে। আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চিনের প্রচেষ্টাকে সম্পূর্ণ 
ভাবে প্রত্যাখ্যান করছি। অরুণাচল ভারতেরই অংশ ছিল, আছে এবং সর্বদাই থাকবে।এর পাশাপাশি পূর্ব সীমান্তে ফের একবার সেভেন সিস্টার্সের দিকে কু-নজর দিল বর্তমানে চিন ও পাকিস্তানের বন্ধু হয়ে ওঠা বাংলাদেশ। বুধবার ফের বাংলাদেশের প্রধান উপদেষ্টার গলায় উঠে আসে সেভেন সিস্টার্সের প্রসঙ্গ

আরও খবর..

দেশে জঙ্গি হামলা হলে কীভাবে, কোন পথে কতটা গভীরে গিয়ে ভারত প্রত্যাঘাত করতে পারে তা পাকিস্তান-সহ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জইশ, লস্কর-সহ জঙ্গি গোষ্ঠীর হেডকোয়াটার্স, ট্রেনিং সেন্টার, লঞ্চ প্যাড গুঁড়িয়ে দেওয়া থেকে শুরু করে 'অপারেশন সিঁদুর'-এ মাত্র ৩ ঘণ্টায় পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। 'চারদিনের এই দ্বন্দ্বে পাকিস্তান খুব খারাপভাবে পরাস্ত হয়েছে এবং ভারত কূটনৈতিক ও সামরিক...দুইভাবেই জিতেছে' বলে এবার মন্তব্য করলেন পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন। তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সিনিয়র ফেলোও। ভারতের প্রত্যাঘাতে নিহত জঙ্গিদের জানাজায় পাকিস্তানি সেনার অংশগ্রহণের ছবি যখন গোটা বিশ্ব দেখছিল, তখন ভারত কীভাবে জঙ্গিদের সঙ্গে পাকিস্তান এবং তার সামরিক বাহিনীর যোগসাজশের বিষয়টি উন্মোচিত করে দিল, সেই বিষয়টিও উল্লেখ করেছেন প্রাক্তন এই কূটনীতিক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola