Sopore Encounter: কাশ্মীরের সোপোরে সেনার গুলিতে খতম লস্কর-ই-তৈবার শীর্ষস্থানীয় কমান্ডার-সহ ৩ জঙ্গি

জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) সোপোরে সেনাবাহিনীর এনকাউন্টারে (Sopore Encounter ) নিহত শীর্ষস্থানীয় লস্কর (Laskar) জঙ্গি। মৃত জঙ্গির নাম মুদাসির পণ্ডিত (  Mudasir Pandit )। পুলিশ সূত্রে খবর, ওই জঙ্গি নেতার বিরুদ্ধে তিন পুলিশকর্মী, ২ কাউন্সিলর এবং ২ সাধারণ নাগরিককে খুনের অভিযোগ রয়েছে। সোপোরে লস্কর-ই-তৈবার শীর্ষস্থানীয় কমান্ডার মুদাসির পণ্ডিত সহ বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপনসূত্রে খবর পায় পুলিশ। অভিযানে নিহত হয় ৩ জন লস্কর জঙ্গি।

অন্যদিকে জ্ঞানেশ্বরী প্রতারণা কাণ্ডে নতুন মোড়। দোষ কার্যত স্বীকার করে অভিযুক্ত জানিয়েছেন, সুদ-সহ আর্থিক সাহায্যের টাকা ফেরত দিয়ে দেবেন। চাকরিও ছেড়ে দেওয়া হবে। রবিবার অভিযুক্ত অমৃতাভ চৌধুরীকে (Amritava Cowdhury) রাতভর জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI)। নিজাম প্যালেসের দুর্নীতি দমন শাখায় প্রায় ২২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর বাবাকেও। ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে ছেড়ে দেওয়া হয় অমৃতাভের বাবাকে। গতকাল জোড়াবাগানে অমৃতাভের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। উদ্ধার করা হয় প্রচুর নথিপত্র। সেগুলি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola