India Strikes:'পাক হামলার চেষ্টা ব্যর্থ, সব পাক ড্রোনকে নিষ্ক্রিয় করে ভারত', স্পষ্ট বার্তা ডিজিএমওর

ABP Ananda Live :'অপারেশন সিঁদুর'-এর মূল লক্ষ্য ছিল জঙ্গি ও জঙ্গি হামলায় যুক্তদের শাস্তি দেওয়া। এই অপারেশনে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করার পাশাপাশি নিহত হয়েছে একশোরও বেশি জঙ্গি। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিল সেনা। একইসঙ্গে জঙ্গিদের কায়দায় এখন পাক সেনাও অনুপ্রবেশের চেষ্টা করছে বলে এদিন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে তারা। ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানে জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে। তারপর পাকিস্তানের সেনা ড্রোন, মিসাইল, যুদ্ধবিমান দিয়ে ভারতে হামলার চেষ্টা চালালে, সেই সবও ব‍্যর্থ করে দিয়েছে আমাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। সেই সঙ্গে পাকিস্তানের এয়ার ডিফেন্সও চুরমার করে দিয়েছে ভারতের মারাত্মক সব অস্ত্র। আর এবার ভারতীয় সেনা একেবারে সাংবাদিক বৈঠক করে দেখাল, সম্মুখ সমরে তারা পাকিস্তানকে কীভাবে নাস্তানাবুদ করেছে।  ১০ ও ১১ মে রাতের মধ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পর সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দেশের পশ্চিমাংশের বর্ডারের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন। এরপর যদি কোনও হামলা হয়, তাহলে পরিস্থিতি মোকাবিলা করার জন্য পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে কমান্ডারদের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola