COVID Deaths: 'করোনায় মৃত্যুতে ঠিক কত টাকা ক্ষতিপূরণ, ৬ সপ্তাহের মধ্যে জানাক কেন্দ্র', নির্দেশ সুপ্রিম কোর্টের
করোনা আক্রান্তদের ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। আজ জনস্বার্থ মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, "কত টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব ঠিক করুক বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। ৬ সপ্তাহের মধ্যে তা জানাতে হবে।" কেন্দ্রকে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের গাইডলাইন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আগেই সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল, পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।
এছাড়াও করোনায় মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট পেতে সমস্যার কথা সুপ্রিম কোর্টকে জানানো হয়েছিল। সেক্ষেত্রে যাঁরা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁদের পরিবার যেন দ্রুত ডেথ সার্টিফিকেট পান সেই বিষয়ে কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
দেশে আবারও বাড়ল দৈনিক করোনা আক্রান্তের (Daily Corona Cases) সংখ্যা। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা (Daily Death Toll) আরও কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮১৭ জনের। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৯৫১। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮। অ্যাক্টিভ কেস (Active Corona Cases) ৫ লক্ষ ৩৭ হাজার ০৬৪। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৩০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৬০ হাজার ৭২৯।