Coronavirus Third Wave: ৬-৮ সপ্তাহের মধ্যেই দেশে সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা

Continues below advertisement

দেশে ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ,  উদ্বেগ বাড়িয়ে আশঙ্কা প্রকাশ করলেন এইমসের (AIIMS) অধিকর্তা রণদীপ গুলেরিরা। তিনি জানিয়েছেন, কোভিড সতর্কতা সঠিকভাবে না মানার কারণেই সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এইমস অধিকর্তার দাবি আনলক প্রক্রিয়াতেই কোভিড বিধি সচেতনতা উপেক্ষা করার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে দেশে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রণদীপ গুলেরিয়া। 

অন্যদিকে ৮১ দিন পর ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৬০ হাজারের নিচে। সামান্য কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। ৭৫ দিন পর দেশে সর্বনিম্ন অ্যাকটিভ কেসের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৪১৯। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৮ লক্ষ ৮১ হাজার ৯৬৫। অ্যাকটিভ কেসের সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ৯ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৮৭ হাজার ৬১৯।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram