Kunal Ghosh: 'বিজেপি সরকারের হাতে দেশ বিপন্ন, প্রতিফলন প্রতিরক্ষাতেও', ‘অগ্নিপথ’ ইস্যুতে মন্তব্য কুণালের
হরিয়ানায় (Haryana) ডিসির বাসভবন লক্ষ্য করে পাথরবৃষ্টি বিক্ষোভকারীদের, পাল্টা গুলি পুলিশের। ‘অগ্নিপথ’ (Agnipath) ইস্যুতে উত্তপ্ত একাধিক রাজ্য। এ প্রসঙ্গে কী বললেন কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ট্যুইটে লেখেন ‘অগ্নিপথ প্রকল্প আপনার জীবনকে নতুন অর্থ দেবে। সঙ্গে সঙ্গে তা আপনার ভবিষ্যত্কে সোনালি করবে। কোন কিছু উস্কানিতে আপনি কান দেবেন না। ভারতমাতার সেবার জন্য উত্সর্গীকৃত ‘অগ্নিবীর’ হতে চলেছে দেশের অমূল্য সম্পদ। এই সব অগ্নিবীররা পুলিশ ও অন্য কাজে অগ্রাধিকার পাবেন।’
Tags :
BJP ABP Ananda Kunal Ghosh ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Agnipath এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ