ফটাফট: দিল্লি-হরিয়ানা সীমান্তে তিন মহিলা কৃষককে পিষে দিল ট্রাক! ঘটনাস্থলেই মৃত্যু| Bangla News

Continues below advertisement

এবার কলকাতায় ১০০ ছাড়াল ডিজেল। লিটারে ৩৬ পয়সা বেড়ে শহরে ডিজেলের নতুন দাম হল ১০০ টাকা ১৪ পয়সা। ১০৯ এর কাছাকাছি পেট্রোল। 

এবার দিল্লির নাকের ডগায় কৃষক আন্দোলনকারীদের পিষে দিল ট্রাক। হরিয়ানার ঝজ্জর জেলার বাহাদুরগড়ে মর্মান্তিক দুর্ঘটনা। ডিভাইডারে বসে থাকা মহিলাদের পিষে দিল ট্রাক। ৩ মহিলার ঘটনাস্থলেই মৃত্যু। গুরুতর জখম আরও ৩। মৃত মহিলারা পঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। ওই আন্দোলনকারীরা বাড়ি ফিরছিলেন।

মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের আজ শেষ দিন। আজই পাহাড় সফর শেষে গোয়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram