Uttarakhand : বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, নৈনিতালের বহু রাস্তা, বাড়িঘর জলমগ্ন

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড।  নৈনিতাল লেকের জল রাস্তায়।  এর জেরে নৈনিতালের বহু রাস্তা, বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে।  গতকাল বদ্রিনাথে জাতীয় সড়কে জলের তোড়ের মধ্যে একটি গাড়িতে কয়েকজন আটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে বর্ডার রোডস অর্গানাইজেশনের কর্মীরা। 
হলদওয়ানিতে গাউলা নদীর সেতুর ওপর দিয়ে জল বইছে।  সেই রাস্তায় আসছিলেন এক মোটরবাইক আরোহী। স্থানীয় মানুষজন সতর্ক করায় তিনি আর সেতুতে না উঠে ফিরে যান।    
বৃষ্টি ও দুর্যোগে উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে।  ধসের কারণে আটকে পড়েছেন প্রায় ১০০ জন পর্যটক। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola