Uttarakhand: উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিংহ ধামি
উত্তরাখণ্ডের (Uttarakhand) নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিংহ ধামি (Pushkar Singh Dhami)। আজ সন্ধ্যায় শপথ নিচ্ছেন উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী। আজ দুপুরে পুষ্কর সিংহ ধামিকে পরিশোধীয় দলের নেতা নির্বাচিত করে বিজেপি। গতকাল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তীরথ সিংহ রাওয়াত। গত চার মাসের মহ্যে তৃতীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিংহ ধামি। তীরথ সিংহ রাওয়াতের আগে মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত।
অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোলের দ্দাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে প্রায় দ্বিগুণ ভাড়া হাঁকছেন গাড়ি চালকরা। গতকাল থেকে শুরু হয়েছে ট্যুরিস্ট ট্যাক্সি পরিষেবা। করোনা আবহে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করছে গাড়ি। তাতে পেট্রোলের লাগামছাড়া দাম। বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হয়েছে বলে দাবি গাড়িচালকদের। কিন্তু তাতেও সুরাহা হচ্ছে না। যাত্রীর সংখ্যা হাতে গোনা। আশঙ্কায় বাড়ছে গাড়িচালকদের।