Indian Flight: মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, করাচি বিমানবন্দরে অবতরণ ভারতীয় বিমানের
মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ। ফের করাচি বিমানবন্দরে ভারতীয় বিমানের অবতরণ। শারজা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর বিমানের চালক যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন। তড়িঘড়ি বিমানটিকে উড়িয়ে নিয়ে গিয়ে করাচি বিমানবন্দরে অবতরণ করানো হয়। নিরাপদে বের করে আনা হয় যাত্রীদের। আরেকটি বিমান পাঠিয়ে ওই যাত্রীদের হায়দরাবাদ রওনা করিয়ে দেওয়া হয় বলে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে। এই নিয়ে গত দু’ সপ্তাহে দুটি ভারতীয় বিমান করাচিতে নামল।
Tags :
ABP Ananda PAKISTAN Karachi ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Indian Flight Indian Plane