'দেশভাগের পর মানুষের তৈরি সবচেয়ে বড় বিপর্যয়', পরিযায়ী শ্রমিকদের দুর্দশার বিরুদ্ধে সরব ইতিহাসবিদ রামচন্দ্র গুহ

Continues below advertisement
'দেশভাগের পর মানুষের তৈরী সবচেয়ে বড় বিপর্যয়', পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব ইতিহাসবিদ রামচন্দ্র গুহ| সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "লকডাউন ঘোষণার আগে বিশেষজ্ঞ অফিসারদের সঙ্গে কি আলোচনা করেছিলেন? কেন্দ্রের তৈরী সংকট দূর করতে রাজ্যের ঘাড়ে দায় ঠেলছেন মোদির মন্ত্রীরা, ব্যক্তিগত ও রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে কাজ করতেন নেহেরু, পটেল, অম্বেদকররা, কিন্তু এখন ব্যক্তির ভাবমূর্তি তৈরিতে ব্যস্ত ক্ষমতাসীন দল, শাসকদলের ভাবমূর্তি উজ্জলের চেষ্টায় ব্যস্ত|'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram