Lok Sabha Security Breach: সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনই লোকসভায় ফের আতঙ্ক, কী বলছেন দিলীপ ঘোষ? | ABP Ananda

Lok Sabha Security Breachএত আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে কীভাবে দুজন অজ্ঞাত পরিচয় ঢুকে পড়লেন সংসদে(Lok Sabha Security) ? দিলীপ ঘোষ (Dilip Ghosh) বললেন, যেখানে ফোন পর্যন্ত নিয়ে ঢুকতে দেওয়া হয় না, সেখানে এই রকম সামগ্রী নিয়ে কারা ভিতরে ঢুকে পড়ল তা খতিয়ে দেখা দরকার। মেটাল ডিটেক্টর বা অন্যান্য সিকিউরিটি (Secuirity) চেকে যেন এই জাতীয় সামগ্রীও ধরা পড়ে, তা দেখতে হবে ভবিষ্যতে, মত দিলীপের।তিনি আরও বলেন, আচমকা রঙিন কিছু স্প্রে করে ওই ২ সন্দেহভাজন ব্যক্তি। ক্ষতিকারক কিছু জিনিস ছিল না। কিন্তু কীভাবে এই সব জিনিস নিয়ে কেউ ঢুকে পড়ল, সেটা  ভাবতে হবে। কেউ খবরে আসার জন্য এসব করেছে মনে হয়। পুলিশ সূত্রে খবর, জুতোর মধ্যে কিছু লুকনো ছিল।  ঘটনায় ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃত ২ জন মাইসুরুর সাংসদের পাস নিয়ে ঢুকেছিল, তার মধ্যে একজনের নাম সাগর । সংসদের বাইরে পরিবহণ ভবন চত্বর থেকেও পাকড়াও করা হয়েছে আরও ২ জনকে।  ABP Ananda LIVE

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola