Indian Railway: শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম কাল মধ্যরাত থেকে বন্ধ। ABP Ananda Live

Continues below advertisement

Kolkata News: শিয়ালদা (Sealdah) স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম কাল মধ্যরাত থেকে বন্ধ। রবিবার দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে এই কয়েকটি প্ল্যাটফর্ম। স্টেশনের বাকি ১৬টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। জুলাই মাস থেকে শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে যাতায়াত করবে ১২ কামরার ট্রেন। তার জন্য প্ল্যাটফর্মগুলিকে উপযোগী করে তোলা হবে এই সময়ের মধ্যে ৪টি দূরপাল্লার ট্রেন এই সময়ে শিয়ালদার পরিবর্তে কলকাতা (Kolkata News) স্টেশন থেকে ছাড়বে। বেশ কিছু লোকাল ট্রেন দমদম স্টেশন পর্যন্ত যাতায়াত করবে, আবার ওই ট্রেনগুলি দমদম থেকেই ছাড়বে, দমদম থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা দিতে রাজ্যকে আর্জি রেলের (Indian Railway)। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেলেও জাতীয় রাজনীতিতে নজরে এখন 'N' ফ্যাক্টর । সরকার গড়তে দুই শরিক নেতা নীতীশ ও নায়ডুর দিকে তাকিয়ে মোদি । ইন্ডিয়া জোটের তরফেও নীতীশ-নায়ডুর সঙ্গে যোগাযোগের চেষ্টা: সূত্র । খাড়গের বাড়িতে সন্ধেয় ইন্ডিয়া জোটের ২৭ বিরোধী নেতার বৈঠক । তৃতীয় বার সরকার গঠনের রণকৌশল নিয়ে আজ বৈঠকে বসবে এনডিএ ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram