Indigo Flight Disruption: ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ইন্ডিগোর 6E 6101 বিমানে বিভ্রাট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ইন্ডিগোর 6E 6101 বিমানে বিভ্রাট । বিকেল ৪.২০ মিনিটে টেক অফের সময়ই প্রচন্ড ঝাঁকুনি' । 'রানওয়েতেই বিমান থামিয়ে আনা হল পার্কিং বে-তে' ।বিমানে পাখির ধাক্কা, বিভ্রাট নিয়ে এমনই দাবি কর্তৃপক্ষের' । কখনও বলা হয়েছে বিমানের টায়ারও বদলানো হয়েছে' । 'দেড় ঘণ্টা ভুবনেশ্বর বিমানবন্দরেই আটকে ইন্ডিগোর বিমান' । দেড় ঘণ্টা পরে জানানো হয় বিমান বাতিল, দাবি যাত্রীদের । কেন বিমানে বিভ্রাট? এখনও প্রতিক্রিয়া মেলেনি ইন্ডিগোর
আরও খবর...
মোদী-শাহকে এক যোগে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'বকলমে দেশ চালাচ্ছেন অমিত শাহ। মোদিজি তো বিদেশে ঘুরে বেড়ান, আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহের হাতে। তাহলে অমিত শাহকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেই হয়', নবান্নে সাংবাদিক বৈঠকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার।
কেন্দ্রের নির্দেশিকা আর তা নিয়ে ফের সংঘাতের পথে হাঁটল রাজ্য। জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষ্যে ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালনের কেন্দ্রের চিঠি আসা মাত্রই তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। এরই পাশাপাশি নজরে থাকবে রাজ্যে থমকে থাকা ১০০ দিনের কাজ চালুর জন্য সময় বেঁধে কেন্দ্রকে নির্দেশ দিল আদালত। এবং নজরে থাকবে আদালতের অনুমতিতে এক সপ্তাহ পর হিংসা বিধ্বস্ত মহেশতলায় গেলেন শুভেন্দু অধিকারী, সেখানেও তৈরি হল বিতর্ক।