Infocom 2024: 'ইনফোকম-২০২৪'-র দ্বিতীয় দিনের আলোচনার একটা বড় অংশজুড়েই থাকল এই AI প্রযুক্তি

ABP Ananda Live: 'ইনফোকম-২০২৪'-র দ্বিতীয় দিনের আলোচনার একটা বড় অংশজুড়েই থাকল এই AI প্রযুক্তি। এছাড়াও স্টার্টআপের ক্ষেত্রে কীভাবে নতুনদের আরও বেশি উৎসাহ দেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়।

 

 আরও ডানাছাঁটা হল শান্তনু সেনের। সরকারি প্রতিনিধি হিসেবে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত শান্তনু সেন, এমনই খবর সূত্রের। এর আগে NRS মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। তৃণমূলের মুখপাত্র পদ থেকে আগেই সরানো হয়েছে তৃণমূলের চিকিৎসক নেতাকে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকারি প্রতিনিধি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্তনু সেনকে। খুব শীঘ্রই তাঁর জায়গায় অন্য কাউকে স্থলাভিষিক্ত করা হবে। 

এই সিদ্ধান্তের কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। কারণ, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি এর আগে স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছিলেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকারি প্রতিনিধি পদ থেকে শান্তনু সেনকে যেন সরিয়ে দেওয়া হয়। কারণ, বেশকিছু বৈঠকে তিনি আসেননি। মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে তিনবারের বেশি উপস্থিত না থাকলেই তাঁকে সরিয়ে দেওয়া যায়। সেইমতো স্বাস্থ্য দফতরকে চিঠি লিখেছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পাল্টা চিঠি লিখেছিলেন শান্তনু সেন। স্বাস্থ্য সচিব এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি লিখেছিলেন। শেষমেশ দেখা গেল, স্বাস্থ্য দফতরের তরফ থেকে মেডিক্যাল কাউন্সিলের সভাপতির সুপারিশই মেনে নেওয়া হল।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola