New Voter Campaign: ভোটদানে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এবং ভোটদানের গুরুত্ব বোঝাতে উদ্যোগ
ABP Ananda Live: ভোটদানে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এবং ভোটদানের গুরুত্ব বোঝাতে উদ্যোগ। দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। নাম, ‘মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে’। এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন কেন্দ্রীয় তথ্য় সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। পরে সেটি শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi)।