ভারভারা রাও, সুধা ভরদ্বাজ সহ ১১ জেলবন্দির মুক্তির দাবিতে কেন্দ্রকে খোলা চিঠি বিশিষ্টজনদের
ভারভারা রাও, সুধা ভরদ্বাজ সহ ১১ জন জেলবন্দির মুক্তির দাবিতে সরব বিশিষ্টজনেরা। খোলা চিঠি কেন্দ্রকে। চিঠিতে হুঁশিয়ারি, করোনার সময় ইচ্ছাকৃতভাবে জেলখানায় বন্দি করে রাখার ফলে কেউ সংক্রমিত হলে দায়ী থাকবে সরকার।