করোনা আবহেই গ্রহাণু বিপদ? আজ পৃথিবীর গা ঘেঁষে চলে যাবে ১৯৯৮ ওআর২
Continues below advertisement
পৃথিবীর কাছ দিয়ে চলে যাবে বিশাল এক গ্রহাণু বা অ্যাস্টারয়েড। পুয়ের্তো রিকোর পর্যবেক্ষণ কেন্দ্রের Radar এ ধরা পড়েছে সুবিশাল ওই গ্রহাণুর ছবি। মহাকাশবিজ্ঞনীরা যার নাম দিয়েছে ১৯৯৮ ওআর২ । আজই ওই গ্রহাণুর পৃথিবীর ৬ দশমিক ৩ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে চলে যাওয়ার কথা। তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, ওই গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই।
Continues below advertisement