করোনা: বিশ্বে বাড়ল দৈনিক সংক্রমণ-মৃত্যু, উদ্বেগ বাড়াল আরও একটি বিষয়
বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, সংক্রমণ। বাড়ল দৈনিক সুস্থতাও। করোনায় সারা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লক্ষ ৯০ হাজার ৬৪১ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৬ হাজার ৩০৫। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল ৫ হাজার ৮৯০। মোট আক্রান্ত ৩ কোটি ৮৪ লক্ষ ১১ হাজার ৯০৭। একদিনে সংক্রমিত ৩ লক্ষ ৭৮ হাজার ৬২০। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৯ হাজার ২১৪। বিশ্বে মোট সুস্থ ২ কোটি ৬৫ লক্ষ ৯৩ হাজার ৪৮৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ২৮ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ১ লক্ষ ৯৬ হাজার ৫৪৫ জন। করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত আমেরিকা ও ব্রাজিল। দুটি দেশেই বাড়ল দৈনিক মৃত্যু, সংক্রমণ। আমেরিকায় এখনও পর্যন্ত ২ লক্ষ ১৬ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮২৯ জনের। আক্রান্ত ৭৯ লক্ষ ৭ হাজার ৬৭৭। একদিনে আক্রান্ত ৫৫ হাজার ৬৫৫ জন। ব্রাজিলে মোট মৃত্যু ১ লক্ষ ৫১ হাজার ৭৪৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮ জনের। আক্রান্ত ৫১ লক্ষ ৪০ হাজার ৮৬৩। একদিনে সংক্রমিত ৩৭ হাজার ৪৫৫।