নিকাশি জলেও বেঁচে থাকে করোনা, নেচার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি

Continues below advertisement
সময় যত এগোচ্ছে করোনাভাইরস নিয়ে নিত্য নতুন চাঞ্চল্যকর দাবি সামনে আসছে। এবার এক দল বিজ্ঞানী দাবি করলেন, নিকাশি জলে করোনাভাইরস বেঁচে থাকে। নেচার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নেদারল্যান্ডসের গবেষকরা করোনাভাইরসে জলযোগ সম্পর্কে এমনটাই দাবি করেছেন। তাঁদের দাবি, হাতমুখ ধোয়া এবং শৌচকর্মে ব্যবহৃত জল, যা নিকাশি নালার মাধ্যমে জল শোধনকারী প্ল্যান্টে গিয়ে পৌঁছায়, সেখান থেকে সংগ্রহ করা জলে করোনার অস্তিত্ব মিলেছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram