IND Vs AUS : ম্যাচের সেরা রাহানে, অভিষেকে নজর কাড়লেন সিরাজ-শুভমান
Continues below advertisement
বক্সিং ডে টেস্টে বক্সিং ডে পাঞ্চ। ৮ উইকেটে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে নিল ভারত। দিনের শুরুতে ২০০ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিয়েছিল ভারত। জিততে দরকার ছিল মাত্র ৭০ রান। ২ উইকেট খুইয়েই যে স্কোর তুলে নেয় ভারত। মায়াঙ্ক আগারওয়াল (৫) ও চেতেশ্বর পূজারা (৩) দ্রুত সাজঘরে ফিরে গেলেও শুভমান গিল (অপরাজিত ৩৫) ও আজিঙ্কা রাহানের (অপরাজিত ২৯) অবিচ্ছেদ্য ৫১ রানের পার্টনারশিপে ৮ উইকেটে সাড়ে তিন দিনের মধ্যেই ঐতিহাসিক টেস্ট জিতে নেয় ভারত।
Continues below advertisement
Tags :
Cricket Score Boxing Day Test ABP Ananda LIVE Cricket News India Vs Australia Abp Ananda IND Vs AUS