রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা: ইমরান কাশ্মীর প্রসঙ্গ তুলতেই ওয়াক আউট ভারতীয় প্রতিনিধির
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী কাশ্মীর প্রসঙ্গ তোলায় ওয়াকআউট ভারতের।অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যের প্রতিবাদ, জানিয়েছে নয়াদিল্লি। গতকাল রাষ্ট্রপুঞ্জের ৭৫তম সাধারণ সভায় ভিডিও বিবৃতিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতের নিন্দা শুরু করেন। আর সেই সময় ভার্চুয়াল সভা থেকে ওয়াক আউট করেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের সেক্রেটারি মিজিতো ভিনিতো। পরে প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপুঞ্জের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি ট্যুইট করেন, পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও সীমান্ত সন্ত্রাস থেকে বিশ্বের নজর ঘোরাতে পাক প্রধানমন্ত্রীর বিদ্বেষপূর্ণ মিথ্যা ভাষণ। উস্কানিমূলক বিবৃতির কড়া জবাব দেওয়া হবে।