চিনা উস্কানিতেই কি বাতিল ইরানের রেল প্রকল্প থেকে ভারতের নাম?
চিনের সঙ্গে সংঘাতের আবহেই ইরানের চাবাহার রেল প্রকল্প থেকে বাদ পড়ল ভারতের নাম। ইরান জানিয়েছে, ভারতের সাহায্য ছাড়াই প্রকল্পের কাজ শেষ করবে তারা। চিনের সঙ্গে সম্প্রতি বড় অঙ্কের প্রতিরক্ষা চুক্তি করেছে ইরান। তারপরেই চুক্তি বাতিল। নেপথ্যে কি চিনা উস্কানি? উঠছে প্রশ্ন।
Tags :
Chabahar Railway Project ABP News Live Bengali International Affair India China Conflict ABP Ananda LIVE Iran Abp Ananda India