নয়াদিল্লির আপত্তি উড়িয়ে ভারতের তিনটি এলাকাকে নিজেদের মানচিত্রে জুড়ে দিল নেপাল! নিন্দায় সরব বিভিন্ন মহল
ভারতীয় এলাকা জুড়ে নিয়ে বিতর্কিত মানচিত্রের অনুমোদন সহ বিল পাস নেপাল পার্লামেন্টে। উত্তরাখণ্ডের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা-কে নেপাল তাদের এলাকা বলে মানচিত্রে দাবি করেছে। কাঠমাণ্ডুর ওই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। নেপালের এমন পদক্ষেপের নিন্দায় সরব বিভিন্ন মহল।