করোনা সামাল দিতে ব্যস্ত ভারত! সেই সুযোগে মে মাস থেকেই কি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল চিনা সামরিক বাহিনী?
মে মাসের প্রথম সপ্তাহেই ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল চিনা সামরিক বাহিনী। ৫মে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় পিএলএ। এরপর দফায় দফায় আলোচনা হয়েছে দুই তরফে। মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষপর্যন্ত ১৫ জুন রাতে আক্রমণ চালায় চিন!
Tags :
India China War Border India China Ladakh Indo-China Conflict India China Indian Army Abp Ananda