চিন থেকে ভারতের কোনও বিপদের আশঙ্কা নেই, নয়াদিল্লিকে আশ্বস্ত করলেন ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত
চিনের থেকে ভারতের কোনও বিপদের আশঙ্কা নেই। লাদাখ সংঘাতের প্রেক্ষিতে এই বলেই নয়াদিল্লিকে আশ্বস্ত করতে চাইলেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত সান উইডং। তিনি জানান, দু’দেশকেই সুষ্ঠুভাবে মতপার্থক্যের মীমাংসা করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আবার স্বাভাবিক করতে হবে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কিছু জায়গা থেকে এখনও চিনের সেনা সরেনি বলে সূত্রের খবর। সেইসঙ্গেই তাঁর দাবি, চিন সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়। গালোয়ানে সংঘর্ষের ঘটনা নিয়ে চিনের রাষ্ট্রদূত বলেন, ওখানে কী ঠিক হয়েছে আর কী ভুল, সেই বিষয়টি স্পষ্ট। চিন তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। তবে বেজিং কখনওই আগ্রাসী মনোভাব নিয়ে চলে না বলে মন্তব্য করেন চিনের রাষ্ট্রদূত।