বীভৎস ধস! সুনামির মতো সমুদ্র ভাসিয়ে নিয়ে গেল বাড়িঘর-খেতখামার-জনবসতি

ভূমিধসের জেরে এ যেন সমুদ্রে সুনামি। নরওয়ের ক্রাকনেসেট গ্রামে গত বুধবারের ঘটনা। ১৩২ ফুট দীর্ঘ ও চওড়ায় প্রায় আড়াই হাজার ফুট এলাকায় ধস নামে। প্রবল ধসের জেরে ফুলেফেঁপে ওঠা সমুদ্র ভাসিয়ে দেয় বাড়িঘর-খেতখামার-জনবসতি। কমপক্ষে আটটি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। যাঁর ক্যামেরায় এই ভয়ানক ছবি ধরা পড়েছে, শেষমুহূর্তে পালিয়ে প্রাণ বাঁচাতে হয়েছে তাঁকেও। ধসের জেরে বহু সম্পত্তি নষ্ট হলেও, এখনও কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola