সুইডেনের স্টকহোমের কনসার্ট হলে নোবেল প্রদান, কালো গলা-বন্ধের সঙ্গে ধুতি-পাঞ্জাবির বাঙালি সাজে অভিজিৎ, শাড়ি পরে নোবেলের মঞ্চে এস্থার
Continues below advertisement
সুইডেনের স্টকহোমের কনসার্ট হলে নোবেলপ্রদান। অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নোবেল পেলেন অভিজিৎ পত্নী এস্থার ডুফলো। কালো গলাবন্ধর সঙ্গে ধুতি পাঞ্জাবি পরেছেন অভিজিত্। শাড়ি পরে নোবেলের মঞ্চে এস্থার।একইসঙ্গে অর্থনীতিতে এদিন নোবেল পেলেন মাইকেল ক্রেমারও।
Continues below advertisement