আরও ৬০ দেশে থাবা বসিয়েছে নোভেল করোনাভাইরাস, আক্রান্ত ৮৭ হাজার
নোভেল করোনাভাইরাসে আমেরিকায় দ্বিতীয় মৃত্যু। ওয়াশিংটনে মৃত্যু হয়েছে আরও একজনের। গোটা বিশ্বেই ক্রমশ থাবা বসাচ্ছে নোভেল করোনাভাইরাস। আরও ৬০টি দেশে ছড়িয়েছে এই চিনা ভাইরাস। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৮৭ হাজার। এর মধ্যে শুধুমাত্র চিনেই মারণ ভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। চিনের বাইরে সবথেকে খারাপ অবস্থা ইরানে। তেহরানের দাবি চিনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫৪। যদিও বেসরকারি মতে সংখ্যাটা আরও বেশি। ইতালিতে ৩৪ ও দক্ষিণ কোরিয়ায় ২০ জনের মৃত্যু হয়েছে চিনা ভাইরাসে। রবিবার ডোমিনিকান রিপাবলিকে প্রথম নোভেল করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও মিলেছে করোনা আক্রান্তের সন্ধান। সংক্রমণের আশঙ্কায় ইতালিতে বিশ্ব অর্থনৈতিক সম্মেলন আগামী নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।