US Presidential Election 2020: স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে নজর, আশ্বাস জো বাইডেনের
ক্ষমতায় এসে প্রথমেই কোভিড নিয়ন্ত্রণ, বর্ণবৈষম্য দূর করার মতো ইস্যুগুলির দিকে নজর দেওয়া হবে। আজ ডেলাওয়ারে প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে তাঁর প্রথম বক্তৃতায় ঘোষণা করলেন জো বাইডেন। তিনি বলেন, কোভিডকে নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত অর্থনীতিকে মেরামত করা সম্ভব নয়। এ নিয়ে পরিকল্পনা কার্যকর করতে তিনি বিশেষজ্ঞদের একটি দল তৈরি করেছেন বলেও জানান তিনি। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতেও তাঁর সরকার নজর দেবে বলে ঘোষণা করেন বাইডেন। আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তিনি বলেন, রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমেরিকায় নতুন যুগ এনেছেন নাগরিকরা। পাশাপাশি এদিন তাঁর বক্তৃতায় উঠে আসে মায়ের স্মৃতিচারণ। তিনি বলেন, উনিশ বছর বয়সে যখন তাঁর মা প্রথম আমেরিকায় এসেছিলেন, তখন এইদিনটির কথা তিনি ভাবতে পারেননি। যুগ যুগ ধরে বহু অশ্বেতাঙ্গ নারীর সংগ্রামের ফলেই আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন বলে মন্তব্য করেন হ্যারিস।