US Presidential Election 2020: 'ভারত থেকে ১৯ বছর বয়সে এখানে আসার সময় মা হয়ত এই মুহুর্তটার কথা ভাবতেও পারেননি' ,স্মৃতিচারণায় কমলা হ্যারিস
আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তিনি বলেন, রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমেরিকায় নতুন যুগ এনেছেন নাগরিকরা। পাশাপাশি এদিন তাঁর বক্তৃতায় উঠে আসে মায়ের স্মৃতিচারণ। তিনি বলেন, উনিশ বছর বয়সে যখন তাঁর মা প্রথম আমেরিকায় এসেছিলেন, তখন এইদিনটির কথা তিনি ভাবতে পারেননি। যুগ যুগ ধরে বহু অশ্বেতাঙ্গ নারীর সংগ্রামের ফলেই আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন বলে মন্তব্য করেন হ্যারিস।
Tags :
President Joe Biden Us Presidential Election 2020 Kamala Harris ABP Ananda LIVE Abp Ananda Joe Biden Donald Trump