Chandrababu Naidu: রাতভর SIT অফিসে জেরা, আদালতে পেশ চন্দ্রবাবু নায়ডুকে
Continues below advertisement
রাতভর SIT অফিসে জেরার পর, রবিবার সাতসকালে বিজয়ওয়াড়ার আদালতে পেশ করা হল স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় ধৃত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে। ACB কোর্টে পেশ করার আগে সরকারি হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল থেকে তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবুকে গ্রেফতার করে CID। তদন্তকারী সংস্থার দাবি, মেসার্স ডিজাইন টেক সিস্টেমস প্রাইভেট লিমিটেড-সহ একাধিক ভুয়ো কোম্পানি খুলে অন্ধ্র সরকারের কোটি কোটি টাকা তছরুপ করা হয়েছে। CID-র দাবি, ৩৭১ কোটি টাকার দুর্নীতি মামলার কিংপিন প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Arrest ABP Ananda Bengali News - Bengali News